প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ১:১৯
সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরীর চৌমাথা লেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লাভ ফর ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, লাভ ফর ফ্রেন্ডসের ইঞ্জিনিয়ার শাহাদাত রনি, সাংবাদিক ইমরান হোসেন, নজরুল ইসলাম, জাহিদ ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, নার্গিস আক্তার, শাবনুর সেরনিয়াবাত, রাকিবুল হাসান, হৃদয় খন্দকার, মাসুদ হাওলাদার, আসাদুল ইসলাম, আরিয়ান খান রনি সহ আরও অনেকে।
সভাপতি পারভেজ সিকদার জানান, বেশ কয়েকজন অসহায় রোজাদারদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছোলা বুট, আলু, পিয়াজ, খেজুর, তেল, চিনি, মুড়ি, চিড়া, ট্যাং। আমাদের এ কার্যক্রম আরও আব্যহত থাকবে।
উল্লেখ্য, মানবতার সেবায় ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছেন লাভ ফর ফ্রেন্ডস নামে এই সেচ্ছাসেবী সংগঠন।