প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:৪৪
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নিয়ে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে, এই নিষিদ্ধ নাটক শুধুমাত্র রাজনৈতিক কৌশল এবং বিএনপিকে জনগণের চোখে হেয় করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তিনি মনে করেন, এই ঘটনার পেছনে সরকার নিজেদের অন্যায় আড়াল করতেই কৌশলে একটি ভিন্ন আবহ তৈরি করেছে।
জাতীয় প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, পিন্টুর মতো ত্যাগী নেতার স্মরণে যখন আমরা একত্রিত হই, তখন সরকার নাটক করছে আওয়ামী লীগ নিষিদ্ধের নামে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান শাহবাগ আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো দাবি করে তিনি বলেন, এই নাটক শেখ হাসিনার পুরনো কৌশল, যেখানে দৃষ্টি অন্যদিকে সরিয়ে মূল কাজ করা হয়। তিনি প্রশ্ন তোলেন, একটি দল নিষিদ্ধ হলো, তবু সরকার চুপ কেন?
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। বিএনপি কখনোই আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেয়নি। বরং যারা এই প্রচার চালায়, তারা প্রকৃতপক্ষে বিএনপির ক্ষতি করতেই এমন করছে।
আব্বাস বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে গেছেন, অথচ সরকার বলছে তারা কিছু জানে না। প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী ও জামাত ঘরানার লোক বসানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদেশিদের আগমন বেড়েছে, নানা রকম মিশনের নামে দেশ পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম দেশকে উপনিবেশিক শাসনের দিকে নিয়ে যাচ্ছে, যেটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
মানবিক করিডোর প্রসঙ্গে মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া কিসের করিডোর? কেন এনসিপি, জামায়াত কিংবা ইসলামী আন্দোলন এ বিষয়ে চুপ? তিনি মনে করেন, বিএনপি ছাড়া এই ইস্যুতে কেউ সোচ্চার নয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওলামা দলের নেতা মাওলানা শাহ মো. নেছারুল হকসহ দলের অন্যান্য নেতারা। পিন্টু স্মৃতি সংসদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।