প্রকাশ: ২ মার্চ ২০২২, ০:০
“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তর এসে শেষ হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অবদুর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।