প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ২২:৩৮
সরাইল উপজেলার ৯টি ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এই ইউপি নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সাংবাদিকদের সাথে তিনি আজ রোববার বিকেলে এ কথা বলেন।
অবাধ নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুল বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সরাইলে ৯ ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। নয় ইউনিয়নের ১০১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনে অনেক সমস্যায় পড়তে হয়। তাই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট আমরা সবাই সতর্ক অবস্থানে থাকব।
এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।ইউএনও বলেন, আচরণবিধির ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।যেখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে,আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মূদুল বলেন, সরাইল সদরে এবিএমে ভোট গ্রহণ করা হবে। দুর্গম যে কেন্দ্র গুলো থাকবে সেই কেন্দ্রে। পুলিশের পাশাপাশি র্যাব,বিজিবিসহ নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর টহল।তিনি বলেন, আমরা আশাও প্রত্যাশা করি সকল ভোটার নির্বিঘ্নে তাদের ভোটার তালিকা প্রয়োগ করতে পারবে।
এদিকে উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে সরাইল উপজেলার সদর ইউনিয়ন, কালিকচ্ছ, নোয়াগাঁ, শাহবাজপুর, শাহজাদাপুর, চুন্টা, পাকশিমুল, অরুয়াইল,পানিশ্বর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এই ৯ ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থী,১০৬ জন সংরক্ষিত ওয়ার্ডে ও ৩৫৭ জন সাধারণ ওয়ার্ড সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ১৫৩ জন।
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে, চার জন রিটার্নিং অফিসার,১০১ জন প্রিসাইডিং অফিসার, এছাড়াও সহকারি প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের বিধিমতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপজেলায় নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৭ শত ৮৫ জন, পুরুষ ভোটার সংখ্যা - ১ লাখ ২৪ হাজার ৩ শত ৬৮ জন।