প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:৫৪
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নোঙর করা মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে এবং আরাফাত নামে আরেকজন জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার ভোররাতে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনার চরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে দক্ষিণ দিক থেকে আসা একটি অজ্ঞাত বাল্কহেড ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে ট্রলারটি মুহূর্তেই উল্টে যায়।
ডুবে যাওয়া ট্রলারটিতে ছিলেন আফছার মাঝিসহ চারজন জেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ধাক্কা খাওয়ার পরপরই চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে এসে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
পরে নদীতে তল্লাশি চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সাকিব উদ্দিনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। সে উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরাফাত, যার বাড়ি সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তাকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গভীর রাতে নোঙর করা অবস্থায় থাকা ট্রলারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করা যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা অভিযোগ করেছে, মেঘনায় রাতের আঁধারে নিয়ন্ত্রণহীনভাবে চলাচলকারী বাল্কহেডগুলোর কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। যথাযথ নজরদারির অভাবে নদী পথ আজ অনেকের জন্য অনিরাপদ হয়ে উঠেছে।