প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১:২৮
গত দুসপ্তাহে দিনে ও রাতে ডাসার থানা এলাকার বিভিন্ন স্থানে ছোট বড় কয়েকটি চুরির ঘটনার সংবাদ পাওয়া গেছে। দিন দিন বেড়েই চলছে চুরি। মাদারীপুরের ডাসারের গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম মাদ্রাসায় হুজুরের রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। থানায় একটি সাধারন ডায়েরি করা হবে বলে জানান উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ। গত কাল মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
সরেজমিন ও মাদ্রাসা সূত্রে জানা যায়,মাদারীপুর জেলার অন্যতম আলেমেদিন, মুসলিম সমাজের দিনধার ও সম্মানিত ব্যক্তি, ধজ্বী আলিয়া মাদ্রাসার অধ্যাক্ষ হযরত মাওলানা আব্দুল বারি সাহেবের প্রতিষ্ঠিত বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতিয়া মাদ্রাসার হুজুরের নিজ অফিস রুমে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তালা ভেংগে চোর প্রবেশ করে। পরে ষ্টীল আলমারিতে ও হুজুরে কাঠের ক্যাসবক্সে থাকা উক্ত মাদ্রাসার তহবিলের প্রায় ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
মাদ্রাসায় থাকা ছাত্রদের আবাসস্থলের লোহার ক্যাচি গেইটে বাহিরের থেকে চোরচক্রটি তালা দিয়ে এ দুর্ধর্ষ চুরি করে বলে জানাযায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন পুলিশ। উক্ত চুরির ঘটনায় ডাসার থানায় একটি সাধারন ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানায় মাদ্রাসা কতৃপক্ষ।
এ ব্যাপারে হযরত মাওলানা আব্দুল বারি সাহেব বলেন, আমি গত রাত ১০ টার পরে রুমে তালা দিয়ে নিজ ঘরে ঘুমাতে যাই। পরে প্রতিদিনের মত শেষ রাতে নামাজ আদায় করতে মাদ্রাসা মসজিদে যাই। নামাজ শেষে মাদ্রাসার দায়িত্বে মাওলানা মোঃ মিজানুর রহমান দেখেন অফিস রুমের তালা ভাংগা দেখে আমাকে সংবাদ দেয়। পরে আমি এসে দেখতে পাই,মাদ্রাসা অফিস রুমের তালা ভাংগা। ভিতরে প্রবেশ করে দেখি ষ্টীলের আলমারি ও কাঠের ক্যাসবক্সে লক ভাংগা। ড্রয়ারে থাকা মাদ্রাসা তহবিলের আনুঃ প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, খুবই দুঃখজনক। বিষয়টি শুনেছে এবং পুলিশ পাঠিয়েছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।