প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ০:৪৭
মাদারীপুরের ডাসারে হত্যার হুমকি দিয়ে ১১ বছরের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ন্যায় বিচারের দাবিতে মেয়ের বাবা বাদি হয়ে ডাসার থানায় ধর্ষন মামলা দায়ের করেন। গত ৩ সেপ্টেম্বর ডাসার উপজেলার বালিগ্রামের মধ্য ধুয়াসার এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মধ্য ধুয়াসার গ্রামের মোঃ আলী মাতুব্বরের বখাটে ছেলে জাহিদুল মাতুব্বর(২২)নামে এক যুবক ছাত্রীকে ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে মুখ চেপে ধরে ধর্ষন করে। ধর্ষনের কথা কাউকে কিছু না বলার জন্য ওই ছাত্রীকে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন এবং হত্যার হুমকি দিয়ে গত দুই মাসে ৪/৫ বার ধর্ষন করে।
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে,মেয়ের মা কি হয়েছে জিজ্ঞেস করলে পুরো বিষয়টি খুলে বলেন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ডাসার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। তবে এ ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক রয়েছে।
ধর্ষিতার বাবা বলেন, আমি ঢাকা চাকুরি করি। বাড়িতে আমার স্ত্রীর ও মেয়ে থাকে।জাহিদুল সম্পর্কে আমার মেয়ের কাকা হয়। ওই দিন আমার স্ত্রী বাড়ির পাশে ব্যক্তিগত কাজে গেলে,ঘরে মেয়ে একা থাকে,আর এসুযোগে জাহিদুল জোর করে ধর্ষন করে। তাই ন্যায় বিচারের দাবিতে মামলা দায়ের করেছি।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন, ধর্ষিতা ওই ছাত্রীকে মেডিক্যাল পরিক্ষার মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী জাহিদুলকে গ্রেফতার জন্য চেষ্টা চলছে।