https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৭:৩৪

শেয়ার করুনঃ
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার চালান ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ এ নিয়ে সিনোফার্মের মোট এক কোটি ৪৫ লাখ ডোজ টিকা পেল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বখশ আজ মঙ্গলবার সকালে বলেন, ‘রাতে এসব টিকা পৌঁছেছে। টিকাগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে সংরক্ষণ করা হয়েছে।’

সিনোফার্মের তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়াও কোভ্যাক্স কর্মসূচির আওতায়ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।উল্লেখ্য, চীন সরকারের উপহার হিসেবে ১২ মে পাঁচ লাখ ডোজ টিকা আসে বাংলাদেশে। সিনোফার্মের টিকার ওটাই ছিল প্রথম চালান। পরে ১৩ জুন উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা আসে। এরপর ৩ জুলাই রাতে সিনোফার্মের ১০ লাখ এবং ৪ জুলাই সকালে ১০ লাখ ডোজ টিকা আসে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

১৭ জুলাই রাতে দুই দফায় ২০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ২৯ এবং ৩০ জুলাই সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা এসেছে। এরপর ১০ আগস্ট ১৭ লাখ, ১২ আগস্ট ১৭ লাখ, ১৩ আগস্ট ১০ লাখ ডোজ টিকা এসেছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্ব বদলে দিতে বাংলাদেশের আইডিয়া:প্রধান উপদেষ্টা

বিশ্ব বদলে দিতে বাংলাদেশের আইডিয়া:প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো উদ্ভাবনী আইডিয়া রয়েছে। তিনি দেশের অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি বৈশ্বিক প্রভাব তৈরির সুযোগের কথা তুলে ধরেন।   বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এ দাবি করেন। চার দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ, যদিও কার্যক্রম শুরু হয়েছে

ঈদের ছুটিতে ৯৯৯ নম্বরে ভুয়া কলের চাপ, সংঘর্ষ-মারামারিতে আহত বহু

ঈদের ছুটিতে ৯৯৯ নম্বরে ভুয়া কলের চাপ, সংঘর্ষ-মারামারিতে আহত বহু

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা সাইদ খান (৩৫) গত ২৯ মার্চ ঈদের জন্য জুতা কিনতে যান কানাইপুর বাজারের জুতাপট্টি এলাকার রহমত সু-স্টোরে। কিন্তু পছন্দ না হওয়ায় রাত আটটার দিকে জুতা বদলাতে গেলে দোকানদার রহমতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার রহমত ক্ষিপ্ত হয়ে সাইদকে মারধর করেন।  এ ঘটনার পরপরই সাইদ খান তার লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে দুই

বিদেশি বিনিয়োগে যে ৪ প্রধান বাধা সম্পর্কে জানলেন বিদেশীরা

বিদেশি বিনিয়োগে যে ৪ প্রধান বাধা সম্পর্কে জানলেন বিদেশীরা

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিলেও বাস্তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারি সেবার মান, ইউটিলিটি সেবার অপ্রতুলতা, দুর্নীতি এবং সরকারি সংস্থার সঙ্গে বিনিয়োগকারীদের বোঝাপড়ায় ঘাটতি এসব চ্যালেঞ্জের বড় কারণ হিসেবে উঠে এসেছে। ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এসব অভিজ্ঞতার কথা সরাসরি জানিয়েছেন সরকারের দায়িত্বশীলদের। তারা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নানা ধরনের

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শুরু হওয়া এই সম্মেলনে প্রথম থেকেই দেশ-বিদেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সরব উপস্থিতি দেখা গেছে।  এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) সকালে সম্মেলনের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সম্মেলনে উপস্থিত থেকেই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর আগেই সংস্থাটি দেশে ৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্পন্ন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি জানান, নতুন