প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ২২:৯
প্রায়ত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সহধর্মীনি ও মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যু বরণ করেন। তার ১৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে হিজলা উপজেলা মহিলা আওয়ামীলীগ।
মঙ্গলবার ২৪ আগস্ট সকাল সাড়ে দশটায় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগমের নেতৃত্বে গ্রেনেড হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর টেকের বাজার পূর্বমাথা টেম্পু স্থান থেকে শুরু করে উপজেলা সদর জামে মসজিদের নদীর ঘাটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। এছাড়াও শ্রদ্ধা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, উপজলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান শান্ত সহ উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।