প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২২:৩০
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে মধ্য রাতে আগুন লেগে টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।এলাকা সূত্রে জানা গিয়েছে রবিবার ২২ আগস্ট মধ্যরাত বাজারের ফার্ণিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার ইউনিট ঘটনার স্থানে পৌঁছানোর আগে আগুনে আরো ৪ টি দোকান পুড়ে যায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ ফায়ার ইউনিট ঘটনার স্থানে আসতে দেরি করেছে। কিন্তু ফায়ার ইউনিটের সদস্য রিমন বিশ্বাস জানান, তারা সংবাদ পাবার সাথে সাথেই দুর্ঘটনার স্থানে পৌঁছান এবং আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকেন। উক্ত ঘটনায় তাদের কোনো গাফিলতি ছিলো না।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিলো মোশাররফ আকন এবং খলিল গাজীর ডেকোরেটর, হানিফ মাঝির ফার্ণিচার , জয়নাল আবেদীনের স্যানিটারি মালামালের গোডাউন ও পলাশ সিকদারের মোটরসাইকেলের গ্যারেজ। স্থানীয়দের ধারণা আগুনে পুড়ে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ঘটনার স্থান পরিদর্শন করেছেন।