প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ২২:৫৮
বাবা নুরু বাবুর্চি হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের তিন ছেলে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এলাকাবাসী।বুধবার ১৮ আগস্ট বেলা সাড়ে ১১ টায় বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজ গেটের সামনে মানববন্ধনে দাড়িয়ে নিহতের ছেলে এনামুল তার বক্তব্যে , তার বাবা নুরু বাবুর্চিকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত আটক করে বিচারের রায়ে ফাঁসির আদেশ কার্যকরের দাবি করেন। '
তিনি আরো বলেন, তার বাবাকে খুঁজে না পেয়ে তার মা এবং তিন ভাই সাধারণ ডায়েরি করতে হিজলা থানায় গেলে পুলিশ তাদের আটক করে চালান করে দেয়। তবে তার মাকে ছেড়ে দেয়া হয়েছিল।উল্লেখ্য চলতি মাসের ১০ আগস্ট গুয়াবাড়িয়া ইউনিয়নের নুরু বাবুর্চির নিখোঁজের তিন দিন পরে নদীতে বস্তাবন্দী লাশ পাওয়া যায়। হিজলা এবং মুলাদী উপজেলার সীমান্তে নদীতে লাশটি পেয়ে মুলাদী থানার পুলিশ সেখানে নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী লাশটি শনাক্ত করে। উক্ত ঘটনায় মুলাদী থানায় মামলা দায়ের করা হয়েছে।