প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ২৩:২৯
মানবতার ফেরিওয়ালা ইউএনও বরমান হোসেন। যিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ছুটে চলছেন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও উপজেলার মানুষের কল্যাণে।
মহামারী করোনায় সবকিছু যখন স্থবির করে দিচ্ছে করোনাকে ভয় না করে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধসহ উপজেলার কর্মহীন ও শ্রমজীবী মানুষের কাছে মানবিক সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন ইউএনও বরমান হোসেন।
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এলাকার মানুষের জন্য কাজ করছেন তিনি। কাজের গতি এবং কর্ম ব্যস্ততার জন্য ইতোমধ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে একজন কর্মব্যস্ত ইউএনও হিসেবে পরিচিতি লাভ করছেন।
সম্প্রতি করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সবাই সংক্রমিত হওয়ার শঙ্কায় রয়েছেন। ইতোমধ্যে এলাকার বহু মানুষের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। প্রতিদিন যারা নমুনা পরীক্ষা করছে তাদের অর্ধেকেরও বেশি মানুষের পজেটিভ শনাক্ত হচ্ছে।
প্রতিদিন কেউ না কেউ পজেটিভ অথবা কেউ না কেউ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছে। সম্প্রতি বেশ কয়েকজন মানুষের মৃত্যু হওয়ায় উপজেলার মানুষের মধ্যে এক ধরণের ভীতি কাজ করছে।
লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। চরম বিপাকে পড়েছেন নিম্ন, মধ্যবিত্ত ও কর্মজীবী শ্রমজীবী মানুষেরা। এলাকার একটি মানুষেরও যেন দুর্ভোগ না হয় এবং কোন মানুষকে যাতে না খেয়ে থাকতে হয় তার জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করেছেন ইউএনও।
তিনি প্রতিদিন যেখানেই যান গাড়ি ভর্তি খাদ্য সামগ্রী সাথে রাখেন। প্রতিদিন চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে এসব খাবারের প্যাকেটজাত করেন। তারপর পাজারো গাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে নিজেই বিভিন্ন এলাকায় ছুটে যান।
কখনো অসহায় ভ্যান চালক,নছিমন চালক কিংবা ইজিবাইক চালককে খাদ্য সামগ্রী দিয়ে করোনা সংক্রমণ থেকে নিজ এবং নিজ পরিবারকে সুরক্ষিত রাখার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন।
কোন দরিদ্র কিংবা দিনমজুর অথবা যে কোন শ্রমজীবী কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিচ্ছেন মানবিক সহায়তা।
নিজ এবং পরিবারের সুরক্ষার কথা চিন্তা না করে অনেকটাই ফেরি করার মতো এলাকায় এলাকায় গিয়ে মানবিক সহায়তা প্রদান করায় অনেকেই উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যায়িত করছেন।
ইউএনও বরমান হোসেনের এমন মানবিক কার্যক্রম করোনাকালীন অব্যাহত থাকুক এমন প্রত্যাশা করেছেন উপজেলাবাসী।
মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার ভীমপুর আদিবাসি পাড়ায় বসবাস করা নাপিত ও মুচি পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ইউএনও। খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি এমন নিম্ম পেশার মানুষগুলো।
এসময় জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিট্্েরট মোঃ হাবেল উদ্দিন, স্থানীয় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান ও মন্ডল এমদাদুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, উপজেলায় করোনায় আক্রান্ত পরিবারগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেনীপেশার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝেও খাদ্য সহায়তা পৌঁচ্ছে দেওয়া হচ্ছে।