প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ১৪:২৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ৫ম সিজনের বিরুদ্ধে সামাজিক অবক্ষয় ও অশ্লীলতার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহি উদ্দিন এই নোটিশ পাঠান। মঙ্গলবার (৮ জুলাই) এ নোটিশটি সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়।
নোটিশে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস-এর নাম উল্লেখ করে বলা হয়েছে, নাটকের সাম্প্রতিক পর্বগুলোতে একাধিক অশ্লীল, ডাবল মিনিং এবং অনৈতিক সংলাপ ব্যবহার করা হয়েছে।
আইনজীবী মহি উদ্দিন দাবি করেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ৫ম সিজনের ১ থেকে ৮ পর্বে এমন সংলাপ ব্যবহৃত হয়েছে যা কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়েছে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে।
তিনি আরও বলেন, নাটকের ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি সংলাপ এখন তরুণ সমাজে হাস্যরসের খোরাক হলেও তা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এসব সংলাপে নারীর অবমাননা স্পষ্ট বলে তিনি দাবি করেন।
নোটিশে নির্মাতার একটি পুরনো বক্তব্য উল্লেখ করে বলা হয়, কাজল আরেফিন অমি নিজেই স্বীকার করেছেন নাটকটি এখন সব বয়সীদের উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাস্তবে নাটকের ভাষা, উপস্থাপন ও সংলাপ একদমই পরিবারবান্ধব নয়।
মহি উদ্দিন বলেন, এসব কনটেন্ট জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর সুস্পষ্ট লঙ্ঘন। এসব আইন অনুযায়ী কিশোরদের মানসিক গঠনে বিরূপ প্রভাব ফেলবে এমন কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ।
নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এ ঘটনায় নাটকপ্রেমী দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে মতামত জানাচ্ছেন এবং নাটকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।