প্রকাশ: ৮ মার্চ ২০২১, ২০:৫৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
২০২১ সালর আন্তর্জাতিক নারী দিবস পালনর অনুষ্ঠান সভাপতির বক্তব্য আলাচনা শষ উপস্তিত শিক্ষার্থী সহ অভিভাবকদর বাল্য বিয় বন্ধ ও নারী নির্যাতন প্রতিরাধ শপথ বাক্য পাঠ করালন নবাবগঞ্জর ইউএনও মাছাঃ নাজমুন নাহার।
এসময় তিনি নারীদর শিক্ষা উনয়ন সকল নারীদর এগিয় আসার আহবান জানান। দিনাজপুরর নবাবগঞ্জ সামবার সকাল উপজলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরর আয়াজন “করানা কাল নারী নতত্ব গড়ব নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যক সামন রখ আÍর্জাতিক নারী দিবস পালিত হয়ছ।
নবাবগঞ্জ বালিকা পাইলট উচ বিদ্যালয়র হল রুম উপজলা নির্বাহী অফিসার মাছা. নাজমুন নাহার এর সভাপতিত্ব আলাচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি থক বক্তব্য রাখন উপজলা পরিষদর চয়ারম্যান ও উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মাঃ আতাউর রহমান।
এ সময় বিশষ অতিথি হিসব বক্তব্য রাখন উপজলা স্বাস্থ্য কমপ্লক্স এর চিকিৎসক ডাঃ মাসুমা খাতুন, ডাঃ লুনা আক্তার, উপজলা পরিষদর মহিলা ভাইস চয়ারম্যান মাছাঃ পারুল বগম, মহিলা বিষয়ক অফিসর অফিস সহকারী নব কুমার সরকার, নবাবগঞ্জ ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী পল্লী সমাজর সদস্য, আইডিপি প্রতিনিধি, ব্রাক কর্মী মাঃ শহিদুল ইসলাম, সানারাম মারডি, আইডিও-আইডিপি।
এদিক বসরকারি সংস্থা ল্যাম্ব এর আয়াজন বিকল উপজলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ র্যালী ও আলাচনা সভা হয়ছ। ইউনিয়ন পরিষদর চয়ারম্যান আব্দুর রহিম বাদশার সভাপতিত্ব পরিষদ হলরুম আলাচনা সভায় বক্তব্য রাখন নবাবগঞ্জ উপজলা পরিষদর মহিলা ভাইস-চয়ারম্যান মাছাঃ পারুল বগম, উপজলা মহিলা আওয়ামীলীগর সভাপতি মাছাঃ হাসন আরা ববি, উপজলা প্রস ক্লাবর সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমূখ বক্তব্য রাখন।
এদিক ওই আলাচনা সভায় আরও উপস্থিত ছিলন ল্যাম্ব এসিটি প্রকল্পর প্রকল্প ব্যবস্থাপক উৎপল মিনজি, টকনিক্যাল কা-অর্ডিনেটর গালাম মাস্তফা, টকনিক্যাল কা-অর্ডিনটর এম এন্ড ডি বিলাস তিগ্যা, কিশার দলর সদস্য, দলর আটি মাছাঃ রশিদা বগম, ঈশরপুর গ্রাম, মাহমুদপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা, মাছাঃ পপি আক্তার, প্রজক্ট অফিসার, ইসলামিক রিলিপ, মিঃ সলামন মরং, সহকারি প্রজক্ট অফিসার, ইসলামিক রিলিপ। উপজলার বিভিন কর্মসূচী পালনর মধ্য দিয় ইউনিয়ন শালখুরিয়া, কুশদহ এবং মাহমুদপুর এ উদযাপন করা হয়।
সখান কিশার কিশারী, বাবা-মা, ধর্মীয় ও স্থানীয় নতা, ইউনিয়ন পরিষদ, শিক্ষক, সাংবাদিক, উপজলা পরিষদর সদস্য উপস্থিত ছিলন।