পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে নৌ পুলিশ উদ্ধার অভিযান চালায়।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের পরনে কালো হাফপ্যান্ট এবং লাল শার্ট ছিল। তবে পরিচয় এখনও নিশ্চিত হয়নি। প্রাথমিক ধারণা, মরদেহ সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।
নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী জহিরুল জানান, সকালে দোকান খোলার সময় তিনি মরদেহটি ভেসে থাকতে দেখেন এবং পুলিশকে অবহিত করেন।
স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে অস্বাভাবিক ও চাঞ্চল্যকর মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল বা মর্গে পাঠানো হবে এবং পরিচয় শনাক্ত করতে প্রয়োজনে পরিবার বা পরিচিতদের সহায়তা নেওয়া হবে।
প্রসঙ্গত, কুয়াকাটা সমুদ্র সৈকতে মাঝেমাঝে উঁচু ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। পুলিশ ও স্থানীয় প্রশাসন এলাকায় নিরাপত্তা ও পর্যবেক্ষণ জোরদার করেছে।