প্রকাশ: ৭ মার্চ ২০২১, ১৮:৫৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
শরীয়তপুরে নানা আয়োজনে দিনব্যাপী যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ’র বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পৃথক পৃথক ভাবে পালন করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা পরিষদ,পৌরসভা, উপজেলা-স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন রবিবার (৭ মার্চ) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ, ৭ই মার্চের ভাষন প্রচার, ৭ই মার্চের ভাষনের উপর ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুৃষ্ঠান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।