প্রকাশ: ৭ মার্চ ২০২১, ১৫:৪৩
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৩৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার গভীর রাতে আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। উপজেলার আটাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা ৬৯ বোতল ও পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটাপাড়া সীমান্ত এলাকায় দিয়ে ফেনসিডিল পাচার হয়ে দেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় টহলদলের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে ।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান শুন্যের কোটায় আনতে ব্যাটালিয়নের সকল বিজিবি সদস্যকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।