প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৮:৩০
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে নিয়ামতি ও পালট এলাকায় জেলেদের আটক করা হয়।