আশ্রয়ণ কেন্দ্রের ঘর বিক্রিতে বাধা, কৃষকদল নেতাকে পেটালেন বিএনপি নেতা!

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩২ অপরাহ্ন
আশ্রয়ণ কেন্দ্রের ঘর বিক্রিতে বাধা, কৃষকদল নেতাকে পেটালেন বিএনপি নেতা!

নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয়ণ কেন্দ্রের ঘর অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদে কৃষকদল নেতা আব্দুল করিমকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক চৌধুরী। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের চরমহিউদ্দিন বাজারে এ হামলার ঘটনা ঘটে।


হামলার শিকার কৃষকদল নেতা আব্দুল করিম অভিযোগ করেন, চর জুবলি ইউনিয়নে গৃহহীনদের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় ৮শত ঘর নির্মাণ করা হয়েছিল। গত ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী সেসব ঘর বেনামে বিক্রি করে দেয়। প্রতিটি ঘর ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিক্রি করা হয়েছিল। ঘরগুলি বুঝিয়ে দেওয়ার পর ঘটনাটি জানাজানি হয় এবং আব্দুল করিম বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অবহিত করেন। এরই জেরে, শনিবার রাতে মাহবুবুল হক ও তার সাঙ্গপাঙ্গরা স্থানীয় চরমহিউদ্দিন বাজারে আব্দুল করিমকে পথ আটকে বেধড়ক মারধর করে এবং তার সঙ্গে থাকা ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহবুবুল হক চৌধুরী বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না এবং মুঠোফোনের লাইন কেটে দেন।


এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, তিনি ঘটনাটি জানেন না, তবে খোঁজ খবর নেওয়া হবে। অপরদিকে, সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন জানান, চর মহিউদ্দিন গ্রামে ভূমিহীনদের জন্য ৮শত ২০টি ঘর নির্মাণ করা হয়েছিল। সেখানে কিছু ঘর খালি ছিল এবং এসব ঘরকে বন্দোবস্ত না পাওয়ার কারণে কিছু লোক অনুপ্রবেশ করেছিল। পরে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এগুলি পুনরায় দখলে নেওয়া হয়।