টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২১-২০২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বারি পানি কচু-১ (লতিরাজ) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অলোয়া ইউনিয়নের ভারই উত্তরপাড়া মাঠ বাড়ি এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, ইউপি সদস্য শফিকুল ইসলাম হাসান। এছাড়া উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ ৫০জন কৃষক-কৃষাণী এ মাঠ দিবসে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, বারি পানি কচু-১ (লতিরাজ) একটি নিরাপদ সবজি। এ সবজি আবাদে তেমন সার-কিটনাশকের প্রয়োজন হয় না। পানিতেও নষ্ট হয় না। এতে স্বাস্থ্যের জন্য উপকারি ক্যালসিয়াম ও আয়রন প্রচুর পরিমাণে থাকে। এছাড়া একজন কৃষক এক বিঘা জমিতে ১২-১৫ হাজার টাকা খরচ করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার লতি, কান্ড ও চারা বিক্রি করতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।