বুধহাটায় বিভিন্ন প্রদর্শনীতে কৃষি অফিসার

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: রবিবার ৫ই মার্চ ২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন
বুধহাটায় বিভিন্ন প্রদর্শনীতে কৃষি অফিসার

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন প্রদর্শনীতে কৃষি কর্মকর্তা গমন করে ফসলের অবস্থা সম্পর্কে খোজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। রবিবার সকালে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন। 


উপজেলার নওয়াপাড়া গ্রামে রবি/২০২২-২৩ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রদর্শনী খামার করা হয়েছে। প্রকল্পের আওতায় ৫ একরের বঙ্গবন্ধু ধান-১০০ (ব্রিধান-১০০) প্রদর্শণী পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় তিনি পোকামাকড় দমনে পার্চিং, আগাছা দমন, সার ও সেচ প্রয়োগের পরামর্শ প্রদান করেন। 


এরপর তিনি শ্বেতপুর গ্রামের চন্দন ঘোষের গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বারিড পাইপ প্রদর্শণী পরিদর্শন করেন। চাষীরা যাতে কৃষি বিভাগের সার্বিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাঙ্খিত ফসল উৎপাদনে সক্ষম হন সে জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।