জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার দিনের সফরে কুয়েতে

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৮:০৯ অপরাহ্ন
জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার দিনের সফরে কুয়েতে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চার দিনের সফরে কুয়েতে গেছেন। বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সফর দেশটির ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।


কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলমসহ সংগঠনের নেতারা। সফরের সময় বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সংগঠনের সঙ্গে তার সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।


শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কুয়েতের আরদিয়া সানাইয়ার টেন্টে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি প্রীতি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। এ সফরে তিনি প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।


ডা. শফিকুর রহমানের সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশেষ উদ্দীপনার কারণ হয়ে দাঁড়িয়েছে।