টাঙ্গাইলের গোপালপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪ ০৬:৪৯ অপরাহ্ন
টাঙ্গাইলের গোপালপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৭ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গোপালপুর উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।


দুপুরে গোপালপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন গোপালপুর উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ।


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। তিনি বলেন, “জাসাস দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে আসছে। এই সংগঠন শুধু জাতীয়তাবাদী আদর্শ প্রচারই নয়, সংস্কৃতি ও শিল্পকলা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”


সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, নগদা শিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলু এবং হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সদস্য সচিব খন্দকার শরিফ, পৌর শাখার আহ্বায়ক আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।


জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও প্রসারিত করার আহ্বান জানান।


কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।