লালপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: বুধবার ২৯শে জুন ২০২২ ০৫:৫০ অপরাহ্ন
লালপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুরে ৭শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০২১-২২ অর্থ বছরে খরিপ ২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ঊফশী রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে। 


বুধবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।