নাটোরের লালপুরে ২০২২-২৩ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা এনএটিপি প্রশিক্ষণ হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত থেকে লেবু জাতীয় ফসল চাষে আধুনিক কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. ইয়াছিন আলী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আরিফুজ্জামান, মাহাদি হাসান প্রমুখ।
এসময় ৩০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।