টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ড্রাগন, মাল্টা ও পেয়ারা ফলের বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদের জন্য উন্নত পদ্ধতি সম্পর্কে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।
কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবির।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।