হিলিতে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জুন ২০২২ ০৬:২৫ অপরাহ্ন
হিলিতে মাঠ দিবস অনুষ্ঠিত

খাদ্য ঘাটতি মেটাতে দিনাজপুরের হিলিতে ব্রি-ধান ৯২ জাতের ধানসহ অন্যান্য হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্ধু করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লোহাচড়া গ্রামে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চলতি বোরো মৌসুমে ব্রি-ধান ৯২ জাতের ধান চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় অন্য কৃষকদের এই ধান চাষের পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ব্রিধান ৭৪সহ অন্যান্য হাইব্রিড জাতের ধান যেগুলো ভালো ফলন হচ্ছে সাথে আসন্ন আমন মৌসুমে কোন জাতের ধান চাষাবাদ করা ভালো হবে সেসম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। 


হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম,ভাইস চেয়ারমম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।