প্রকাশ: ২৮ জুন ২০২১, ২২:২৬
কৃষি প্রনোদনার আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ৮শ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড জাতের ধান বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং
৪শ জন কৃষকের প্রত্যেককে উফশী জাতের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক, প্রশিক্ষণ কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।