
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় মৌলভীবাজার জেলায় প্রতিবছর বাণিজ্যিকভাবে বাড়ছে বরই চাষ। জেলার কমলগঞ্জ ও রাজনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় কৃষকরা নতুন জাতের বরই চাষ করে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। এখানকার মাটি ও আবহাওয়া বরই চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় উৎপাদন ভালো হচ্ছে এবং স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে।
