খাগড়াছড়ি জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অর্থ বিভাগের উপ-সচিব পদে থাকা ইফতেখারুল ইসলামকে এ নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন জেলা প্রশাসক শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
ইফতেখারুল ইসলাম খন্দকার একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। খাগড়াছড়িতে তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ।
নতুন ডিসির কাছ থেকে স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সবাই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।