স্বৈরশাসকদের শেষ অধ্যায় কাটে জেলে পুড়ে- শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ১০:১৬ অপরাহ্ন
স্বৈরশাসকদের শেষ অধ্যায় কাটে জেলে পুড়ে- শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘স্বৈরশাসকদের অধ্যায় জেলেই শেষ হয়’ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুম, দুর্নীতি ও গণহত্যার অভিযোগে প্রত্যর্পণের দাবি করেছেন। রবিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে ছড়ানো একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে এই মন্তব্য করেন তিনি।


ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কিছু অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।’ তিনি আরও বলেন, 'আমরা কোনও গুজব ছড়াইনি, যে ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, এমন কোনও মন্তব্যও আমাদের দলের কেউ করেনি।'


শফিকুল আলমের দাবি, ‘গুজব ছড়ানোর মূল উৎস হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ও সমর্থকরা।’ তবে তিনি বলেন, 'আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে বলতে চাই, দেরি হলেও, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।'


এছাড়া তিনি উল্লেখ করেন, 'বাংলাদেশের ভারত সাথে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।' শফিকুল আলম আরও বলেন, 'শেখ হাসিনা হাজারো মানুষের হত্যাকারী ও গুমের জন্য দায়ী, যাদের অধিকাংশই বিরোধী দলের কর্মী ছিলেন।' 


বিশ্ব সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। শফিকুল আলম বলেন, ‘লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য স্থানে নির্যাতনকারীদের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে স্বৈরশাসকদের শেষ পরিণতি প্রায়ই হয় জেলে।’