দেশ অচল করে দেওয়ার হুমকি সহ ১২ দফা দাবিতে গণঅবস্থান- রিকশাচালকদের

নিজস্ব প্রতিবেদক
সোলাইমান শিকদার - স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ০১:১৩ অপরাহ্ন
দেশ অচল করে দেওয়ার হুমকি সহ ১২ দফা দাবিতে গণঅবস্থান- রিকশাচালকদের

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকেরা তাদের ১২ দফা দাবিতে আজ (২৪ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, যা তীব্র যানজট সৃষ্টি করেছে।


সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে হাজারও রিকশাচালক একত্রিত হন এবং মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক ও তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফলে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া জনগণের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যাত্রাবাড়ী মোড় এবং কামরাঙ্গীচর চরেও একই ধরনের অবরোধের খবর পাওয়া গেছে। 


জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থানের ফলে ওই এলাকাতেও যান চলাচল বন্ধ রয়েছে, যা রাজধানীজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিক্ষোভকারীরা ১২ দফা দাবি জানাচ্ছেন, যার মধ্যে অন্যতম হলো ব্যাটারিচালিত রিকশার চলাচল অব্যাহত রাখার অনুমতি এবং প্যাডেলচালিত রিকশার চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরোধিতা। 


তাদের দাবির মধ্যে আরও রয়েছে রিকশাচালকদের জন্য সঠিক লাইসেন্স ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সুবিধা প্রদান, এবং রাস্তায় চলাচলের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সুষ্ঠু পদক্ষেপ গ্রহণের দাবি। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায়—মহাখালী, মিরপুর, গাবতলী, নাখালপাড়া, খিলগাঁওসহ—রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ জানিয়েছিলেন। সেই সময়ও তারা সরকারের পক্ষ থেকে রিকশাচালকদের দুরবস্থা নিয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানান।


গত শুক্রবার ঢাকার জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। চালকরা বলেন, তাদের জীবিকা ও নিরাপত্তার জন্য রিকশাচালনা অব্যাহত রাখার সুযোগ দেওয়া উচিত এবং তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।


এদিকে, পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।