প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫০

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীন জনপদ সরাইল ঐতিহ্য, কীর্তি ও গৌরবে ভরপুর একটি অঞ্চল। মধ্যযুগে এটি ঈসা খাঁর রাজধানী ছিল এবং সমতট জনপদের অংশ হিসেবে সুলতানী ও মোগল আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শের শাহের সময় পরগনা ব্যবস্থার প্রচলনের সঙ্গে সরাইল পরগনা একটি প্রশাসনিক শক্ত কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই ঐতিহ্যময় জনপদ সাম্প্রতিক সময়ে বারবার গ্রাম্য দাঙ্গা, গোষ্ঠীগত বিবাদ, ঝগড়া ও সংঘর্ষে কলঙ্কিত হচ্ছে বলে মনে করেন এলাকার সুধীসমাজ।

