শীতার্তদের মাঝে উষ্ণতার ছোঁয়ায় ইংরেজি নতুন বছরকে বরণ করে নিলো এসএসসি ০৪ ও এইচএসসি ০৬ ব্যাচের কুমিল্লার বন্ধুরা।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় নগরীর মুন্সেফ বাড়িতে ব্যাচের প্রায় অর্ধশত বন্ধুদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে নতুন বছরের আগমনে ১জানুয়ারী মধ্যেরাতে কনকনে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে নগরীর কান্দিরপাড়, টমসমব্রীজ, রাজাগঞ্জ, চকবাজার, শাসনগাছা, রেল ষ্টেশনসহ নগরীর বিভিন্ন স্থানে ঘুরে তীব্রশীতে রাস্তা ও ফুটপাতে জবুথবু হয়ে থাকা ছিন্নমূল মানুষগুলোর গায়ে পরম মমতায় কম্বল জড়িয়ে উষ্ণতার ছোঁয়া দেয় কুমিল্লার ০৪-০৬ গ্রুপের বন্ধুরা।
এবিষয়ে চার-ছয় কুমিল্লা গ্রুপের সদস্য সাইফুল ইসলাম ও আবু মুসা জানায়, মানবিক দিক বিবেচনায় সামাজিক দায়বদ্ধতা থেকে ছিন্নমূল শীতার্তদের মাঝে আমাদের এই শীতবস্ত্র(কম্বল) বিতরন কার্যক্রম। আমাদের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় গ্রুপের পক্ষ থেকে আমরা বিগত সময়ের ন্যায় এবারো শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। বন্ধুরা মিলে রাতভর নগরীর বিভিন্ন স্থানে দুই শতাধিক কম্বল বিতরণের মাধ্যমে তাঁদের একটু উষ্ণতার ছোঁয়া দিতে চেষ্টা করেছি।
তারা আরো জানায়, চার-ছয় কুমিল্লা গ্রুপের পক্ষ থেকে আমরা সবসময় চেয়েছি মানুষের সেবায় কাজ করে যেতে। আমরা এই গ্রুপের মাধ্যমে বন্ধুদের সহযোগিতায় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। আগামীতেও বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের অংশগ্রহণ থাকবে। শীতার্তদের সহযোগিতায় বিত্তবানদেরও এগিয়ে আসারও আহ্বান জানান ০৪-০৬ ব্যাচ কুমিল্লার বন্ধুরা।
এসময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, ডাঃ তৌফিক, হেলাল উদ্দিন, মাহাবুব আলম, অপু সরকার, শফিউল আলম রাজীব, জাহিদ পাটোয়ারী, শ্রীকান্ত, আলমগীর, সাখাওয়াত, আলমাস, জাকারিয়া, বিল্লাল, ফয়সালসহ ব্যাচের প্রায় অর্ধশত বন্ধুবান্ধব। বন্ধুদের প্রাণবন্ত সহযোগিতায় কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।