
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২১:৫৯

ভারত থেকে মৌলভীবাজার হয়ে বাংলাদেশে প্রবেশ করা জুড়ী নদী বহুদিন ধরেই আঞ্চলিক পর্যায়ে মাছ ও জলজ প্রাণীর অন্যতম উৎস হিসেবে পরিচিত। প্রতিবছর ভারত অংশ থেকে স্রোতের সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ এ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় অংশে জেলেদের ব্যবহৃত বিষটোপের কারণে জুড়ী নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। নদীর এই দূষিত পানি ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে ছড়িয়ে পড়ছে, ফলে পুরো জলজ বাস্তুতন্ত্র এখন গুরুতর ঝুঁকির মুখে।
