ইসরাইলের বিমান হামলা বৃদ্ধি, সিরিয়ার ১৮ কিলোমিটারের ভিতরে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ০৭:১৯ অপরাহ্ন
ইসরাইলের বিমান হামলা বৃদ্ধি, সিরিয়ার ১৮ কিলোমিটারের ভিতরে অবস্থান

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দেশটির ওপর ইসরাইলের বিমান হামলা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার, সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলার লক্ষ্য ছিল সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা।


ইসরাইলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। আল-জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ইসরাইলি সেনারা হেরমনের পাহাড়সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে। এমনকি, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে ইসরাইলি সামরিক ট্যাংক।


ইসরাইলি সেনারা সিরিয়ার ভেতরে প্রায় ১৮ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে, এবং দামেস্ক শহরের নিকটবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তবে, এখনও সেখানে স্থায়ী সামরিক ঘাঁটির উপস্থিতি নিশ্চিত করা যায়নি। ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, এই পদক্ষেপ সাময়িক এবং তাদের মূল লক্ষ্য হল গোলান মালভূমির পাশের এলাকাগুলোকে নিরাপদ রাখা। 


এদিকে, সিরিয়ার একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী বাফার জোন অতিক্রম করে সিরিয়ার কাতানা শহরে পৌঁছেছে। শহরটি দামেস্ক বিমানবন্দর থেকে সামান্য দূরে এবং বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে অবস্থিত। 


ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের সৈন্যরা ডিমিলিটারাইজড জোন (ডিএসজেড) থেকে বাইরে যায়নি। তবে, সিরিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইসরাইলি যুদ্ধবিমানগুলো দামেস্কসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।


এদিকে, এই নতুন হামলা ও ইসরাইলি বাহিনীর অগ্রগতির কারণে সিরিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ফলে ইসরাইল ও সিরিয়ার মধ্যে সংঘর্ষ আরো তীব্র হতে পারে।