রাজধানীজুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান, তল্লাশি শুরু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ১০:০৪ অপরাহ্ন
রাজধানীজুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান, তল্লাশি শুরু

রাজধানী ঢাকা জুড়ে শুক্রবার সকাল থেকে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। প্রধান সড়কগুলোতে টহল দেয়ার পাশাপাশি বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। বিশেষ করে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


দুপুরে খিলক্ষেত বাসস্টেশনের এমাথা-ওমাথায় সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ছিল। যাত্রী ওঠা-নামার সময় বাসগুলোতে ওঠে তল্লাশি করতে দেখা যায় সেনাসদস্যদের। সড়কেও মোটরসাইকেল তল্লাশি করা হয়। বিকেলে, কাকরাইল থেকে মগবাজারমুখী ক্যাপ্টেন মনসুর আলী এভিনিউর হলি ফ্যামিলি মোড়ের কাছেও বিপুল সংখ্যক সেনাসদস্য উপস্থিত ছিল। তারা সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করেন।


নিরাপত্তা বাহিনীর এই সতর্ক অবস্থান ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা এবং ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিলের সম্ভাবনা মাথায় রেখে নেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এছাড়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং ইনকিলাব মঞ্চও পৃথক পৃথকভাবে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথে থাকবে।


এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এমন আশঙ্কায় সকাল থেকেই ঢাকার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়। বিশেষ করে, বায়তুল মোকাররম মসজিদের সামনে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। জলকামান, এপিসি (আর্মড পার্সোনাল ক্যারিয়ার) ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে অংশ নেন।


এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথ বাহিনী অবস্থান নেয়। সাদা পোশাকেও বিপুলসংখ্যক ডিবি পুলিশ সদস্যদের জ্যাকেট পরে অবস্থান নিতে দেখা যায়।