মব তৈরি করে হামলার ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা মার্চ ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
মব তৈরি করে হামলার ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দেশে মব তৈরি (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) করে লোকজনের ওপর হামলার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বার্তা দিয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মব তৈরি করে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের মধ্যে আইনশৃঙ্খলা ভঙ্গের এমন কর্মকাণ্ডে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে পুলিশের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মব তৈরি করে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে এবং পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ধরনের ঘটনা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো এবং আইনশৃঙ্খলার জন্য অত্যন্ত ক্ষতিকর। আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে সমাজে অরাজকতা এবং বিশৃঙ্খলা বাড়ে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন অমান্যকারী এবং আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।


পুলিশ প্রশাসন এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর রয়েছে। জনগণকে সচেতন করার পাশাপাশি, আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমে সরকারের তরফ থেকে এমন অপরাধ প্রতিরোধে প্রচেষ্টা চালানো হচ্ছে।