সরাইলে আধুনিক নকশায় নতুন উপজেলা কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
সরাইলে আধুনিক নকশায় নতুন উপজেলা কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নান্দনিক নকশায় তৈরি হয়েছে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন। অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ৫ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১১ লাখ ৫০ হাজার ৩৫৪ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ভবনটি নির্মাণ করেছে খন্দকার এন্ড ব্রাদার্স। গত ১০ জুন ভবনটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়া হয়।  


৬ তলা ফাউন্ডেশনের ওপর তৈরি ৫ তলা ভবনের প্রতিটি তলায় রয়েছে ১০টি কক্ষ, পর্যাপ্ত টয়লেট, এবং প্রশস্ত প্রশিক্ষণ ও মিটিং রুম। পুরোনো জরাজীর্ণ ভবনের তুলনায় নতুন ভবনে সেবা প্রাপ্তি সহজতর হওয়ায় জনসাধারণ ও কর্মকর্তা-কর্মচারীরা বেশ সন্তুষ্ট। ভবনটি একই ছাদের নিচে সকল প্রশাসনিক দপ্তরকে একত্রিত করে সেবা প্রদানের গতি বাড়িয়েছে।  


উপজেলা প্রকৌশলী মো. আনিসুল ইসলাম ভূঁইয়া জানান, নতুন ভবনটি পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন। এতে স্থানান্তরিত হয়েছে পরিষদের সকল প্রধান দপ্তর। এতে জনসাধারণ এক ছাদের নিচে সব সেবা পেয়ে উপকৃত হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, নতুন ভবন জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।