নওগাঁ শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে সোমবার মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারুণ্যের সৃজনশীলতাকে উৎসাহিত করতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন এই আয়োজন করে। প্রতিযোগিতার মূল বিষয় ছিল “ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিমুখিতাই তরুণদের মাদকাসক্তির প্রধান কারণ।”
প্রথম রাউন্ডে চারটি বিদ্যালয়ের মধ্যে থেকে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নওগাঁ জিলা স্কুল ফাইনালে উন্নীত হয়। চূড়ান্ত পর্বে নওগাঁ জিলা স্কুলের দল বিপক্ষে অবস্থান নিয়ে বিজয় অর্জন করে, আর রানার-আপ হয় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ফরহান সাদিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আউয়াল বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন। আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। বিতর্ক পরিচালনা করেন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।