গোয়ালন্দের উজানচরে তারুণ্যের ভাবনায় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৩:৫১ অপরাহ্ন
গোয়ালন্দের উজানচরে তারুণ্যের ভাবনায় কর্মশালা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদে তারুণ্যের ভাবনা নিয়ে ‍‍‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এ কর্মশালাটি আয়োজিত হয়।  


বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উজানচর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।  


কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো. ইব্রাহিম সরদার, প্যানেল চেয়ারম্যান মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. চুন্নু মীর, সেলিম খান ছলিমসহ অন্যান্য সদস্যরা। এ সময় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।  


কর্মশালায় অংশগ্রহণকারীরা ‍‍‘আগামীর বাংলাদেশ’ গঠনে তারুণ্যের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা বৈষম্যহীন সমাজ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে তাদের মতামত ও সুপারিশ লিখিত আকারে প্রকাশ করেন।  


কর্মশালাটি তারুণ্যের চিন্তাভাবনা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে।