চাঁদপুরে ৩০ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো দুস্থদের মাঝে

নিজস্ব প্রতিবেদক
কোস্ট গার্ড ডেস্ক
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন
চাঁদপুরে ৩০ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো দুস্থদের মাঝে

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড ১ হাজার ২শ কেজি (৩০ মণ) অবৈধ জাটকা জব্দ করেছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক এই তথ্য নিশ্চিত করেন।  


কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছঘাট থেকে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। তবে জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান শেষে জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।  


কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ, মজুদ এবং বিপণন বন্ধে তাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো এবং দেশের মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে তারা বদ্ধপরিকর।  


উল্লেখ্য, জাটকা আহরণ ও বিক্রয় বাংলাদেশের মৎস্য সুরক্ষা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ইলিশের প্রজনন নিশ্চিত করতে এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে প্রতি বছর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাটকা আহরণে লিপ্ত হয়, যা দেশের মৎস্য সম্পদে বিরূপ প্রভাব ফেলে।  


এ ধরনের অভিযান চালিয়ে শুধু জাটকা সংরক্ষণ নয়, পাশাপাশি সমাজের দুস্থ এবং অসহায় মানুষদের সাহায্য করার এক মহৎ উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিতরণ করা জাটকা পেয়ে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ এবং সুবিধাভোগীরা কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  


কোস্টগার্ডের এমন কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান আরও বৃদ্ধি পাবে এবং মৎস্যসম্পদ রক্ষা ও সুরক্ষায় তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।