বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা উপলক্ষে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী।
খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাকে বিদায় জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে উপস্থিতির সম্ভাবনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে।
বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি এবং সোয়াতের মতো স্পেশাল টিমের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া জানান, বিএনপির নেতাকর্মীদের আগমনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন। এ সময় এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এয়ার অ্যাম্বুলেন্স আসার মাধ্যমে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার আয়োজন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীরা তাকে বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।