কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে পালিত হয়েছে। সাম্প্রতিক সময়ে যুবদল নেতা আশরাফুল ইসলাম হত্যার প্রতিবাদে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দমুখর আয়োজনের পরিবর্তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
১ জানুয়ারি সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় উলিপুর উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলিপুর বড় মসজিদ মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পৌর ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম রুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মারুফ।
বক্তারা বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য এক আনন্দের দিন, তবে আমরা আমাদের এক নিষ্ঠ কর্মীকে হারিয়ে শোকাহত। যুবদল নেতা আশরাফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ডে আমরা বাকরুদ্ধ। এ বর্বর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করছি এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, প্রতিবাদের মাধ্যমে এ ধরনের কর্মসূচি পালন করে দলীয় কর্মীরা তাদের শোক ও ক্ষোভ প্রকাশ করেন। ইনিউজ৭১ এর স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।