শ্রীমঙ্গলে কাকিয়াছড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৮:৫৮ অপরাহ্ন
শ্রীমঙ্গলে কাকিয়াছড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।


জানা যায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ফুলছড়া ও রামনগর এলাকার নীলকণ্ঠ সাত রং চা দোকানের সংলগ্ন কাকিয়াছড়া সরকারি জায়গা দখল করে এক ব্যক্তি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার সরেজমিনে গিয়ে ভূমি সার্ভেয়ারের মাধ্যমে জায়গার সঠিক পরিমাপ নিশ্চিত করেন এবং তাৎক্ষণিক দোকানটি গুঁড়িয়ে দেন।


অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস বলেন, “সরকারি ছড়ার জায়গা দখল করে দোকান তৈরির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পরও যদি কেউ ছড়া দখলের চেষ্টা করে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, ছড়ার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় দোকান ভাঙার কাজে ব্যবহার করা হয় অভিযোগ দানকারী প্রতিষ্ঠান ফিনলে টি-এর মালিকানাধীন এস্কেভেটর। তবে কোনো নোটিশ বা সময় না দেওয়ায় দোকানের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।


গত ২৭ নভেম্বর কাকিয়াছড়া সরকারি ছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে ছড়ার জায়গা দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়। সরকারি জায়গা অবৈধভাবে দখলমুক্ত করতে প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


অভিযান শেষে সহকারী কমিশনার সতর্ক করেন, “ছড়া বা সরকারি জায়গা ভরাট করে ভবিষ্যতে কেউ যদি অবৈধভাবে স্থাপনা তৈরি করে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


অভিযানের ফলে দখলমুক্ত হওয়া কাকিয়াছড়া এখন স্বাভাবিক পানি প্রবাহে ফিরেছে, যা পরিবেশ ও কৃষির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।