ফরিদপুরে পুলিশের ওপর হামলা, আসামিকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক
আবু সাঈদ খন্দকার, জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ১২:০২ অপরাহ্ন
ফরিদপুরে পুলিশের ওপর হামলা, আসামিকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

ফরিদপুর সদরের ভাটি কানাইপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি কামরুলকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। হামলায় কোতোয়ালি থানার এক এসআই এবং দুই কনস্টেবল আহত হয়েছেন।  


কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হাসান সিকদার, কনস্টেবল সাগর চন্দ্র সরকার এবং মো. মাহমুদুল হাসান। স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে এসে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  


পুলিশ জানায়, ভাটি কানাইপুর এলাকার চার সহোদর কামরুল, জসিম, আনোয়ার এবং বাদশার বিরুদ্ধে সন্ত্রাস, মাদক এবং মারপিটসহ একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে কামরুলকে গ্রেপ্তারের সময় সন্ত্রাসী আনোয়ার, জসিম, ও বাদশাসহ আরও কয়েকজন পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তারা কামরুলকে ছিনিয়ে নিয়ে যায়।  


হামলায় আহত এসআই হাসান সিকদার বলেন, "আমরা অভিযানে গিয়ে কামরুলকে আটক করি। তখন সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে আমি এবং দুই কনস্টেবল মারাত্মকভাবে আহত হই।"  


ওসি আসাদউজ্জামান আরও জানান, এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  


উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ওই চার সহোদরের বিরুদ্ধে আরও একটি মামলা করেন আনোয়ারা বেগম নামে স্থানীয় এক নারী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযানে এই সংঘর্ষ ঘটে।  


এলাকাবাসী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।