বরিশালে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০২৪ ০৬:৪০ অপরাহ্ন
বরিশালে কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশাল নগরীর বাজার রোডের কাপড়রিয়া পট্টিতে রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাপড়ের একাধিক গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীদের বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।


এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি দোকান এবং গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা চরম উৎকণ্ঠায় রয়েছেন।


ফায়ার সার্ভিসের বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।



ঘটনাস্থল পরিদর্শনে থাকা উদ্ধারকর্মীরা জানিয়েছেন, কাপড়ের গোডাউনের কারণে আগুনের তীব্রতা বেশি। এ কারণে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।