ভোলার তজুমদ্দিনে ইয়াবাসহ পাঁচ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - ভোলা
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০২৪ ০৩:৫৯ অপরাহ্ন
ভোলার তজুমদ্দিনে ইয়াবাসহ পাঁচ যুবক আটক

ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবা টেবলেটসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা জমাদার বাড়ি এলাকায় একটি মাছের ঘেরের টংঘর থেকে তাদের আটক করা হয়।  


তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক। তিনি বলেন, "গোপন তথ্য পাওয়ার পর পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে এবং সেখান থেকে পাঁচ যুবককে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।"  


আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক। তিনি আরও জানান, আটককৃত যুবকদের মধ্যে রয়েছে শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের তোফাজ্জলের ছেলে মোঃ আকতার (২৪), মোঃ হানিফের ছেলে মোঃ সিরাজ (৩৫), নুরুজ্জামানের ছেলে তাজুল (২৯), উত্তর চাচড়া ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোঃ আরিফ (১৯) এবং লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ তামিম (১৯)। তাদের বিরুদ্ধে মামলা নং ০১, তারিখ ০১/১২/২৪ ইঙ্গিত করা হয়েছে।  


পুলিশ সূত্রে জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে তজুমদ্দিন এবং আশপাশের এলাকায় ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল এবং তাদের আটক করা মাদক বিরোধী অভিযানকে আরও জোরদার করতে সহায়ক হবে। তজুমদ্দিন থানার পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক বিরোধী এই অভিযানকে সাফল্যজনক বলে অভিহিত করেছে।  


এদিকে, আটককৃতদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে এবং আগামী দিনে মাদকদ্রব্যের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।