দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও শিক্ষার্থী হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. শহীদুল ইসলাম (৬০) নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে হাকিমপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বড় জালালপুর এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। শহীদুল ইসলাম স্থানীয় পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং মৃত জবির উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিঞা সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শহীদুল ইসলামের বিরুদ্ধে চলমান শিক্ষার্থী হত্যা মামলায় তদন্ত চলছে। পুলিশ ইতিমধ্যেই শহীদুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে এবং তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও দ্রুত গ্রেফতার করা হবে।
গত ৫ আগস্ট হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতার সময় এক শিক্ষার্থী নিহত হয়। এই হত্যাকাণ্ডের পর থানায় মামলা দায়ের করা হলে, পুলিশ তাতে জড়িতদের আটক করতে অভিযান শুরু করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।