ঝিনাইদহে সুদের টাকার কারণে দিনমজুরের বাড়ি দখল !

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বুধবার ২০শে নভেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন
ঝিনাইদহে সুদের টাকার কারণে দিনমজুরের বাড়ি দখল !

ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরের বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লতিফুল ইসলাম জানান, ২০২২ সালে তিনি কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল ওহাবের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। এর পাশাপাশি আরো ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে সুদের শর্ত অনুযায়ী, তিন বছরের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে, না হলে তার বসতভিটা আব্দুল ওহাবের কাছে বিক্রি করতে হবে।


লতিফুল ইসলাম অভিযোগ করেন, নির্ধারিত সময়ের আগেই আব্দুল ওহাব তাকে সুদসহ টাকা ফেরত দিতে চাপ দিতে শুরু করেন। কিন্তু টাকার চাপে লতিফুল ইসলাম টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, ফলে আব্দুল ওহাব তাকে তার বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে, স্ত্রী ও সন্তানের সঙ্গে ভাড়া বাসায় থাকছেন তিনি। এছাড়া, আব্দুল ওহাব তার বসতভিটা রেজিস্ট্রি করতে চাপ দিচ্ছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।


এ বিষয়ে লতিফুল ইসলাম বলেন, "আমার স্ত্রীকে মারধর করেছে আব্দুল ওহাবের লোকজন। আমার বাড়িতে হামলা করে লুটপাট করেছে। প্রাণভয়ে আমি এখন পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।" তিনি আরও জানান যে, এই ঘটনার পর তিনি আদালতে মামলা করেছেন, তবে আব্দুল ওহাব বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছেন।


অন্যদিকে, অভিযুক্ত আব্দুল ওহাব মোবাইলে বলেন, "লতিফুল একজন প্রতারক। আমার কাছ থেকে টাকা নিয়ে সেটি দিচ্ছে না। টাকা দিতে না পারায় আমার জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এখন সে সংবাদ সম্মেলন করে আমাকে হেয় করার চেষ্টা করছে।"


এদিকে, এই ঘটনাটি নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন ভুক্তভোগী লতিফুল ইসলাম।